কোরবানির পশুর চামড়া সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও পরিবহনসহ সার্বিক ব্যবস্থাপনায় তদারকির জন্য ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, রংপুর ও বরিশাল বিভাগের জন্য কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। কমিটির সদস্যরা ঈদের দিন থেকে পাঁচ দিন নিজ নিজ এলাকায় তদারকির কাজ করবেন। এদিকে চামড়ার দাম নির্ধারণে সংশ্লিষ্টদের সঙ্গে আজ রোববার বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী। বৈঠকে চামড়া খাতের বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।
চামড়া ব্যবস্থাপনায় আরও কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষকে প্রধান সমন্বয়ক করে কেন্দ্রীয় যৌথ সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া পশুর চামড়ার বাজার পর্যবেক্ষণে কেন্দ্রীয় মনিটরিং সেলসহ মোট পাঁচটি কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার এসব কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা চামড়ার ক্রয়-বিক্রয় এবং কাঁচা চামড়া সংরক্ষণ ও মজুতের বিষয়টি তদারক করবেন। তাৎক্ষণিকভাবে কোনো সমস্যা সৃষ্টি হলে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সমাধান করবেন। এ ছাড়া সার্বিক পরিস্থিতি বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত কেন্দ্রীয় যৌথ সমন্বয়ক কমিটিকে অবহিত করবেন।
চট্টগ্রাম বিভাগের কমিটির নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ চা বোর্ডের সদস্য নূরুল্লাহ নূরী। অন্য সদস্যরা হলেন চট্টগ্রামের আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তরের সহকারী নিয়ন্ত্রক মো. মামুন ইফতেখার রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, আরজেএসসির উপনিবন্ধক রকিবুল ইসলাম, টিসিবি আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক জামাল উদ্দিন আহমেদ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. ফখরুল ইসলামকে দলনেতা করে সিলেট বিভাগের জন্য চার সদস্যের তদারকি কমিটি গঠন করা হয়।
এ ছাড়া আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তরের উপনিয়ন্ত্রক মোহাম্মদ মাহমুদুল হককে প্রধান করে রাজশাহী বিভাগ, টিসিবি আঞ্চলিক কার্যালয়ের উপ-ঊর্ধ্বতন কার্যনির্বাহী মো. আনিছুর রহমানের নেতৃত্বে খুলনা বিভাগ, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের উপপ্রধান মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে ময়মনসিংহ বিভাগ, আমদানি ও রপ্তানি সহকারী নিয়ন্ত্রকের নির্বাহী কর্মকর্তা মাহাবুর রহমান সাকিলের নেতৃত্বে রংপুর বিভাগ এবং টিসিবির সহকারী পরিচালক শতদল মণ্ডলকে দলনেতা করে বরিশাল বিভাগের তদারকি কমিটি গঠন করা হয়। ঢাকার পোস্তা এলাকা, উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং সাভার ট্যানারি শিল্পনগরীর চামড়া ব্যবস্থাপনায় পৃথক কমিটিও গঠন করা হয়েছে।
আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণের জন্য ব্যবসায়ী সংগঠন ও সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ে আজ রোববার বৈঠক করবে সরকার। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করা হবে।










