শেষ পর্যন্ত ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির তলবে সাড়া দিয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী সায়নী ঘোষ। আজ শুক্রবার ভারতীয় সময় বেলা সাড়ে ১১টায় কলকাতায় ইডির সদর দপ্তরে হাজির হন তিনি। দুপুর ১২টায় ইডির গোয়েন্দারা তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এই প্রতিবেদক লেখা পর্যন্ত জানা গেছে, টানা ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সায়নী ঘোষকে। সায়নী ঘোষ এখন শুধু অভিনেত্রীই নন, তিনি এখন যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতিও।
স্কুলশিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতর অভিযোগ পেয়ে গত জানুয়ারি মাসে যুব তৃণমূল কংগ্রেস নেতা কুন্তল ঘোষকে গ্রেপ্তার করে ইডি। কুন্তল ঘোষের বিরুদ্ধে অভিযোগ ছিল, পশ্চিমবঙ্গের স্কুলশিক্ষক নিয়োগে ৩০০ প্রার্থীর কাছ থেকে অন্তত ২০ কোটি রুপি ঘুষ নেন তিনি। এই অর্থ তিনি জমা রাখেন বিভিন্ন ব্যাংক ও নেতার কাছে। সেই টাকার কোনো ভাগ পেয়েছেন কি না সায়নী ঘোষ, তা জানতেই ইডি সায়নী ঘোষকে তলব করে। কথিত আছে, কুন্তল ঘোষের কাছের লোক ছিলেন এই সায়নী ঘোষ।
এই সায়নী ঘোষ কুন্তল ঘোষের সঙ্গে তৃণমূলের বহু সভায় যোগ দিয়েছিলেন। এসব খবর ইডির কানে পৌঁছালে ইডি গ্রেপ্তার করে কুন্তল ঘোষকে। ওই মামলার তদন্তে নেমে ইডির জেরায় উঠে আসে সায়নী ঘোষের নাম। অভিযোগ, কুন্তলের জমিজমা ক্রয়-বিক্রয়সহ অন্যান্য কাজে যুক্ত থাকেন সায়নী ঘোষ। এমনকি তৃণমূলের বিভিন্ন সভায় কুন্তলের সঙ্গে সায়নী ঘোষকেও দেখা যায়।
এরই পরিপ্রেক্ষিতে সায়নী ঘোষকে জেরা করার জন্য ইডি নোটিশ পাঠায়। কিন্তু সেই নোটিশের জবাব না দিয়ে সায়নী ঘোষ আজ সরাসরি হাজির জন ইডির দপ্তরে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, তিনি ইডির ডাকে সাড়া দিয়ে এসেছেন। আরও বলেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসায় ইডির তলবে এসেছেন।
আজ ইডির কর্মকর্তারা তাঁর সঙ্গে কুন্তল ঘোষের সম্পর্ক কী, কুন্তল ঘোষের ঘুষের টাকার কোনো অংশ পেয়েছেন কি না? সায়নীর কাছ থেকে শিক্ষক নিয়োগের কোনো প্রার্থী তালিকা পেয়েছেন কি না, তাঁর সম্পত্তির তালিকা, ১০ বছরের আয়কর প্রদানের কাগজপত্র, ব্যাংক হিসাব ইত্যাদি বিষয়ে জানতে চান। এই লক্ষ্যে ইডি চারপাতার একটি প্রশ্নমালা তৈরি করে সায়নীকে আজ জেরা করছে। ভারতীয় সময় সন্ধ্যা ৬টায় জেরা চলার খবর পাওয়া গেছে। তবে জানা যাচ্ছে, সায়নী ঘোষ অধিকাংশ প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন।
সায়নী ২০২১ সালে রাজ্য বিধানসভার নির্বাচনে বর্ধমানের আসানসোল দক্ষিণ কেন্দ্রে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে হেরে যান বিজেপির নারী প্রার্থী অগ্নিমিত্রা পালের কাছে। সায়নী ঘোষ কলকাতার চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী। ২০২১ সালে মার্চে রাজ্য বিধানসভার নির্বাচনকালে যোগ দেন তৃণমূল কংগ্রেসে










