ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টা থেকে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। এদিন দীর্ঘ সময় যানজটে আটকে থেকে যানবাহনের চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ৭টার দিকে মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় কুমিল্লাগামী লেনে সড়ক দুর্ঘটনা এবং যানবাহন বিকল হওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে যানজট মহাসড়কের গজারিয়া অংশের ১৩ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। বেলা ১১টার পর থেকে ১২টা পর্যন্ত পর ধীরগতিতে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির বলেন, দুর্ঘটনা এবং বিকল হওয়া গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার পর মহাসড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলছে। এখনো কোনো যানজট নাই।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

এই বিভাগের সর্বশেষ