যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘‘বিশ্ব সম্রাট’’ হতে চান বলে অভিযোগ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জানাতে ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
প্রেসিডেন্ট লুলা দা সিলভা বৃহস্পতিবার এই অভিযোগ করেছেন বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প বর্তমানে বিশ্ব সম্রাট হতে চান।
ব্রাজিলের স্থানীয় একটি রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে লুলা দা সিলভা বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের গণতন্ত্রই গত ৭০ বছরের ইতিহাসে সেরা শাসনের উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেভাবে কাজ করছেন, তাতে তিনি বিশ্বের সম্রাট হওয়ার চেষ্টা করছেন।
সূত্র: এএফপি।










