মঞ্চে ওঠার এক ঘণ্টা আগে শো স্থগিত, হতাশ পাকিস্তানি শিল্পী

মঞ্চ মাতাতে ঢাকায় আসেন পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদ। কথা ছিল, ‘মেলোডি আনলিশড’ শিরোনামের একটি কনসার্টে গান গাইবেন তিনি। কিন্তু শেষে এসে ঢাকার মঞ্চ আর মাতানো হলো না এই শিল্পীর। কারণ, সেই কনসার্টটি স্থগিত করে আয়োজক প্রতিষ্ঠান মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন। ঘটনাটি নিয়ে শ্রোতা থেকে শুরু করে শিল্পীমহলে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।

কনসার্ট শুরু হওয়ার তখনও ঘণ্টা খানিক সময় বাকি। ‘রিস্তা পুরানা’ খ্যাত সেই গায়ক মুস্তাফা জাহিদকে শোনার অপেক্ষায় শ্রোতারা। এমন সময় আয়োজক প্রতিষ্ঠান ফেসবুকে জানিয়ে দেয়, কনসার্টটি স্থগিত করা হয়েছে। কারণ দশানো হয়েছে- নিরাপত্তাজনিত সমস্যাকে। শুধু তাই নয়, বিষয়টি জানার পর রীতিমতো আশাহত হন সকলের মধ্যমণি গায়ক মুস্তাফা জাহিদ।

অনেকেই বলছেন, বিদেশি শিল্পী এনে আয়োজকরা যে লজ্জাজনক পরিস্থিতি তৈরী করলেন, এটা দেশের কনসার্ট আয়োজকদের জন্য মোটেও ভালো নজির নয়। পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদও ফেসবুকে এ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় দেওয়া সেই বিবৃতিতে মুস্তাফা লিখেন, ‘আমার হৃদয় ভেঙে যাচ্ছে এই দুঃসংবাদটা আপনাদের জানাতে… আয়োজকদের পক্ষ থেকে সদ্য জানানো হয়েছে যে, নিরাপত্তাজনিত কারণে আজ রাতের ঢাকা শো বাতিল করা হয়েছে।’

এরপরেই ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘যেসব ভক্ত টিকিট কিনেছেন, আপনাদের সবাইকে জানাতে চাই—আমরা গতরাতে (বৃহস্পতিবার) ঢাকায় পৌঁছেছি, কিছু প্রতিভাবান স্থানীয় সংগীতশিল্পীর সঙ্গে রাতভর রিহার্সাল করেছি, আর আপনাদের জন্য একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা দেওয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছিলাম। আয়োজকদের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি ভঙ্গ সত্ত্বেও, আমরা এসেছিলাম—শুধু আপনাদের হতাশ না করতে। কিন্তু এই সিদ্ধান্ত আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে ছিল, এবং আমরা ঠিক আপনাদের মতোই হতাশ।’

পরে জানা যায়,  আয়োজকদের কনসার্ট স্থগিতের ঘোষণা দেওয়ার সঙ্গেই আর খোঁজ মেলেনি তাদের। অর্থাৎ, শ্রোতাদের একাংশ আয়োজকদের আর নাগালের মাঝে আনতে পারেনি। হটলাইনে কল দিয়েও পাওয়া যায়নি সাড়া- এমনই অভিযোগ। 

এছাড়াও কনসার্ট স্থগিতের ঘোষণার পর কিছু শ্রোতাদের মাথায় হাত পড়ে! বিশেষ করে যারা টাকা খরচ করে টিকিট বুক করে রেখেছিলেন। তারা সামাজিক মাধ্যমে আয়োজকদের ওপর আঙ্গুল তোলেন, সেই টিকিটের টাকা ফেরত চাওয়ারও দাবি ওঠান। 

এর আগেও নাকি এমন কয়েকটি কনসার্ট স্থগিতের অভিযোগ রয়েছে আয়োজকদের বিরুদ্ধে। সামাজিক মাধ্যমে তা মন্তব্য করেন অনেক শ্রোতারাই।

তিন ক্যাটাগরিতে টিকিট বিক্রি করেছিল আয়োজক প্রতিষ্ঠান। জেনারেল ১ হাজার ৯৯৯ টাকা, মেলোডি জোন ৩ হাজার ৪৯৯ এবং প্রিমিয়াম ১০ হাজার টাকা। 

শুক্রবার বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে কনসার্টটি হওয়ার কথা ছিল। বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে, আয়োজকেরা যোগাযপগ করেছিল ঠিকই, কিন্তু অর্থ পরিশোধ করেনি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

এই বিভাগের সর্বশেষ