আগামীকাল থেকে নতুন কিছু করার জন্য খেলব: শান্ত

দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে জিম্বাবুয়ে দল এখন সিলেটে। সেখানে আগামীকাল রোববার নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। তার আগে আজ শনিবার সিলেটে সংবাদ সম্মেলনে আসেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে জানিয়েছেন নিজেদের প্রস্তুতির কথা সঙ্গে ভালো উইকেটের প্রত্যাশাও করছেন তিনি।

শান্ত বলছিলেন, ‘আমার মনে হয় প্রস্তুতি খুব ভালো হয়েছে। ফ্যাসিলিটিজ অনুযায়ী উইকেটগুলো বেটার ছিল, আমার মনে হয়। মোটামুটি আমরা যেরকম উইকেটে অনুশীলন করতে চেয়েছি যে ধরনের ফ্যাসিলিটিজ গুলো আমরা পেয়েছি। যারা মাঠের দায়িত্বে আছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। আমি আশা করব ম্যাচেও এ ধরনের উইকেট আমরা পাব। প্রস্তুুতি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো প্রস্তুতি নিতে পেরেছে।’

প্রত্যেকটা ম্যাচ জয়ের কথা আগেও বলেছেন শান্ত। তবে কাল থেকে শুরু হওয়া এই সিরিজে নতুন কিছুর আভাস দিয়ে বললেন, ‘আমি অধিনায়ক হিসেবে মনে করি যে প্রত্যেকটা ম্যাচ আমরা জয়ের জন্য খেলি। এখানে সেলফ ক্রিকেটটা খেলার ইচ্ছা আমাদের কারোরই নাই। আমি যেটা বললাম একটু আগে যে, নতুন কিছু আমরা চেষ্টা করব। এবং এটাও শুরু হবে আগামীকাল থেকে। আমার মনে হয় এটার জন্য যে ধরনের মন মানসিকতা প্রস্তুতি থাকা দরকার সেগুলো খেলোয়াড় নিচ্ছে।’ 

অবশ্য শান্ত জানালেন টেস্ট ক্রিকেটে নিজেদের কালচার নিয়ে দুঃখজনকের কথা, ‘আমার মনে হয় যে এত বছর টেস্ট খেলার পরেও আমাদের যখন টেস্ট কালচার নিয়ে কথা বলতে হয় অবশ্যই দুঃখজনক। তো লাস্ট গত বছর থেকে আমরা যদি শুরু করি দেখবেন যে আমার মনে হয় গত বছর আমরা টেস্টে চারটা ম্যাচ জিতলাম। টেস্ট চ্যাম্পিয়নশিপের যে বারোটা টেস্ট ছিল তার মধ্যে চারটা ম্যাচই বড় দলের বিপক্ষে জয়।’ 

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

এই বিভাগের সর্বশেষ