মোহাম্মদপুরে মুন্না হত্যার পলাতক আসামি গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে মুন্না হাওলাদার হত্যা মামলার অন্যতম পলাতক আসামি মো. আবির ইসলাম ওরফে ছোট আবিরকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ডিএমপি মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকা হতে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু জানান, মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় মোহাম্মদপুর থানাধীন বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরে ফুটবল খেলা দেখে পায়ে হেঁটে তার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা করে। 

রায়েরবাজার এলাকায় পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে আসামি আবির ইসলাম ওরফে ছোট আবিরসহ তার অন্য সহযোগীরা সংঘবদ্ধ হয়ে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে ভুক্তভোগী মুন্না হাওলাদারকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

সে সময় স্থানীয়রা ছুটে এলে আসামিরা সেখান থেকে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে নিহতের বাবা বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০/১৫ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মোহাম্মদপুর থানার ওসির অধিযাচন পত্রের পরিপ্রেক্ষিতে র‌্যাব-২ এ বিষয়ে আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল আজ (সোমবার) সন্ধ্যায় ডিএমপি ঢাকার মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকা হতে আবিরকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

এই বিভাগের সর্বশেষ